Friday, August 7, 2015

গর্ভের সন্তানের হার্টবিট শুনতে চান?




গর্ভের শিশুটি ঠিকঠাক বেড়ে উঠছে কিনা তা নিয়ে টেনশনের অন্ত নেই মা-বাবার। কিন্তু প্রতিদিন তো আর হাসপাতালে গিয়ে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করা সম্ভব নয়। তা ছাড়া টেস্ট মানেই তো একগাদা খরচা।
প্রযুক্তি দিয়েছে সমাধান। কনটেক পোর্টেবল ফেটাল ডপলার আল্ট্রা সাউন্ড মেশিন দিয়ে ঘরে বসেই শুনতে পাবেন অনাগত সন্তানের হৃদস্পন্দন। 

দাম: ৫৯০০ টাকা।
ঢাকার বাইরে পাঠানোর চার্জ (অগ্রিম): ১০০ টাকা।
অর্ডার: ০১৮১১-৯৪৪৯৪৪


যেভাবে শুনবেন-
প্রথমেই কনটেক সনোলাইন বি ফেটাল ডপলার-এর মূল যন্ত্রের পেছনের কভার খুলে দুটো পেনসিল ব্যাটারি লাগিয়ে নিন। প্যাকেজের সঙ্গেই দেওয়া আছে একটি আল্ট্রাসাউন্ড জেল। ওটা পেটে লাগিয়ে তারউপর ধরতে হবে যন্ত্রের সঙ্গে ক্যাবল কানেকশনে জুড়ে থাকা হাতলটি। বিট পেলেই মেশিনে তা স্পষ্ট শোনা যাবে।

No comments:

Post a Comment

আখ খাবেন কেন?

এক গ্লাস আখের রস আপনাকে সুস্থ রাখতে পারে। আখে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, আয়রন, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, ক্যা...