Saturday, August 15, 2015

হৃদপিণ্ড কী কী কাজ করে

১. সারা শরীরে রক্তের যোগান দেয়

২. দেহের সকল কোষে পুষ্টি, অক্সিজেনের যোগান দেয়

৩. খাদ্যপ্রাণ ও খণিজ পদার্থ, যেগুলো ছাড়া জীবদেহ বাঁচে না, সেগুলো বিভিন্ন কোষে পাঠায়

৪. রক্ত বহন করা কিংবা রক্তকে হৃদপিণ্ডে ফিরিয়ে আনা এবং রক্তকে পুনরায় ফুসফুসে পাঠিয়ে পুনরায় অক্সিজেন যুক্ত করা।

৫. হরমোন ও কোষনিঃসৃত রাসায়নিক পদার্থ এবং স্নায়ুজাত রাসায়নিক পদার্থকে দেহের এক অংশ থেকে অন্য অংশে বণ্টন করতে সাহায্য করে

৬. রক্ত পরিশ্রুত করার জন্য দেহের বর্জ্য পদার্থগুলোকে কিডনিতে নিয়ে যেতে সাহায্য করে

৭. কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ গ্রহণ করে ।

No comments:

Post a Comment

আখ খাবেন কেন?

এক গ্লাস আখের রস আপনাকে সুস্থ রাখতে পারে। আখে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, আয়রন, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, ক্যা...